করোনার অতিসংক্রামক ওমিক্রনসহ অন্যান্য ধরন থেকে মানুষকে সুরক্ষা দিতে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা ৪০ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (৩০ জানুয়ারি) সকালে, রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম হলে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
জাহিদ মালেক বলেন, করোনার টিকা দেয়ায় দেশে মৃত্যুর হার অনেক কম। তবে সংক্রমণ বাড়ছে মৃত্যু বাড়বে বলেও সতর্ক করে দেন তিনি।
তিনি জানান, গেলো এক মাসে সারাদেশে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। আর সব মিলিয়ে এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ১৫ কোটি ৭০ লাখ টিকা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, দেশের ১২ কোটি মানুষকে টিকাকরণ করার লক্ষ্যমাত্রায় কর্মসূচি চলছে। তাই একন ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়া হচ্ছে। এখনও ৯ কোটি টিকা মজুদ আছে।
মন্ত্রী বলেন, জনসন এন্ড জনসনের করোনার টিকা আনা হয়েছে দেশের ভাসমান জনগোষ্ঠির জন্য। এই টিকা এক ডোজের তাই, এটি ভাসমান মানুষদের দেয়া হবে।
আরও পড়ুন: টিকা নেয়ার সর্বনিম্ন বয়স এখন ১২ বছর
দেশে করোনার সংক্রমণ বাড়লেও মানুষ এখনও মাস্ক ছাড়া চলাচল করছে, এমন হতাশা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনাক্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে সবাইকে সতর্ক করে তিনি জানান, সব দেশেই সংক্রমণের সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে।
তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের বাইরে গেলেই মাস্ক পরা ছাড়া সংক্রমণ কমানো যাবে না বলেও সতর্ক করে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।