আফগান মিডিয়া ফেডারেশনের সংবাদ সম্মেলনে তালেবানের বাধার নিন্দা জানিয়েছে দেশটিতে পরিচালিত জাতিসংঘ মিশন এবং স্বাধীন গণমাধ্যম সমর্থিত বেশকিছু সংস্থা। একে স্বাধীন মত প্রকাশের বাধা উল্লেখ করে আফগান মিডিয়া ফেডারেশনের কাজে বাধা না দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাগুলো।
স্থানীয় সংবাদ মাধ্যম পাঝওয়াকের প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে বাধা দেওয়ায় ইউনাটেড ন্যাশনস অ্যাসিসটেন্স মিশনস ইন আফগানিস্তান (ইউএনএএমএ) বলছে, এটি মত প্রকাশের স্বাধীনতার বাধা। আফগানদের সংলাপে সহায়তা এবং ভিন্ন মতাবলাম্বীদের বাধা না দেওয়ার জন্য তালেবানকে বলা হচ্ছে।
মতপ্রকাশের স্বাধীনতায় সহযোগী সংস্থা ‘ফ্রি স্পিস হাব’ (এফএসএইচ) অভিযোগ করেছে, সংবাদ সম্মেলনে শুরুর আগেই তালেবান নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আফগান মিডিয়া ফেডারেশনের সদস্যদের হুমকি ও চাপ দেয়। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, কাবুলে স্থানীয় সময় গত বুধবার (২৬ জানুয়ারি) ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। এতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের ১১ জন প্রতিনিধির বক্তব্য দেওয়ার কথা ছিল।
আফগান ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়নের প্রধান আলী আসগর আকবারজাদা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ওই সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করার কথা ছিল। কিন্তু ইসলামিক আমিরাতের (আফগানিস্তান) মৌখিক আদেশে কর্মসূচি বাতিল হয়ে যায়।
ফেডারেশনের সদস্যরা বলছেন, অনুমতি না পাওয়া পর্যন্ত কর্মসূচি আয়োজন না করার নির্দেশনা দিয়েছে তালেবান। আকবরজাদা বলেন, ইসলামিক আমিরাতকে তাদের সিদ্ধান্ত জানাতে বলেছি, যাতে আমরা দ্রুত ওই কর্মসূচি আয়োজন করতে পারি।
পরিসংখ্যান অনুসারে, গত বছরের ১৫ আগস্টে তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের গণমাধ্যমের ৪৩ শতাংশ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়েছেন ৬০ শতাংশ গণমাধ্যমকর্মী।