রাজধানীতে নিজেদের বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবার। পার্লামেন্ট হিলে তার টিকা নির্দেশনা নিয়ে বড় ধরনের বিক্ষোভের পর তিনি বাড়িঘর ছেড়ে গোপন জায়গায় চলে গেছেন।
শনিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অ্যান-ক্লারা বৈলানকোর্ট বলেন, প্রধানমন্ত্রী জাতীয় রাজধানী অঞ্চলে আইসোলেশনে থেকে কাজ করছেন। আমরা উপযুক্ত প্রোটোকল নিয়ে অটোয়া পাবলিক হেলথের সঙ্গে পরামর্শ করেছি। তবে নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে মন্তব্য করছি না।
এদিকে করোনা স্বাস্থ্যবিধি ও ভ্যাকসিন বাধ্যতামূলক করার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন কানাডার ট্রাক চালকরা। রাজধানী অটোয়াসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভে নেমে পড়েছেন তারা। ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে গোটা দেশ।
এতে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি। ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করায় ক্ষোভে ফুসছে কানাডার ট্রাক চালকরা। স্থানীয় সময় শনিবার সরকারের ভ্যাকসিন নীতির বিরুদ্ধে রাজপথে নামেন শত শত চালক। জাতীয় পতাকা হাতে ট্রাকের ওপর দাঁড়িয়ে করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
দেশটির বিভিন্ন শহর থেকে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিল চত্তরে জড়ো হতে থাকেন তারা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়ে গোটা শহর। কানাডা ইউনিটি এবং ফ্রিডম কনভয় নামের দুটো সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদের ডাক দেয়া হয়েছে।
কানাডা ও যুক্তরাষ্ট্রের স্থলবন্দরগুলোতে অবিলম্বে করোনা স্বাস্থ্যবিধি ও ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলকের নিয়ম তুলে নেয়ার দাবি জানিয়েছেন তারা।
কানাডার মোট চাহিদার ৭৫ শতাংশ খাদ্যপণ্য যুক্তরাষ্ট্র মেক্সিকোর স্থলসীমান্ত দিয়ে আমদানি হয়ে থাকে। ট্রাক চালকদের এই আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে দেশটির খাদ্য সবরাহ। আমদানি বন্ধ থাকায় এরইমধ্যে বেড়ে গেছে খাদ্যপণ্যের দাম।