ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের খবর। এবার করোনায় আক্রান্ত বলিউড সুপারস্টার কাজল। রোববার (৩০ জানুয়ারি) ইনস্টাগ্রামে কাজল নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন।
মেয়ে নাইসার ছবি আপলোড করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘করোনা পরীক্ষার ফল পজিটিভ, আর আমি একেবারেই চাই না আমার ফুলে থাকা এই নাক কেউ এভাবে দেখুক। তার চেয়ে বরং বিশ্বের সবচেয়ে সুন্দর এই হাসিটাই থাক। নাইসা তোকে খুব মিস করছি। হ্যাঁ, পাকানো চোখ দুটোও আঁচ করতে পারছি।’
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই খবর যেন কিছুটা হলেও জানান দিয়েছে, কঠিন সময়ে স্বামী অজয় দেবগন বা ছেলে যুগ নয়, মেয়ে নাইসাকে মিস করছেন তিনি। করোনার কারণে ঠান্ডায় ভুগছেন তিনি। প্রভাব পড়েছে নাক, চোখ মুখেও।
অন্যদিকে, কাজলের মেয়ে নাইসার হাসির প্রশংসা করেছেন বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের সুস্থতা কামনা করেছেন ভক্তরা।
এদিকে, টলিউড-বলিউডের একাধিক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তবে করোনামুক্ত হয়েছেন তিনি।