বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন। তবে, ইভিএমএ ভোট হওয়া বেশিরভাগ ইউনিয়নে ইভিএমে ভোট হওয়ায় ধীরগতি ছিল।
এর আগে, সোমবার (৩১ জানুয়ারি) সকাল শীত উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন দেশের ২১৮টি ইউনিয়নের ভোটাররা। দুর্গম চরাঞ্চলেও এবার ভোট হয়েছে ইভিএমে।
প্রায় বেশিরভাগ যায়গাতেই নারী ভোটারের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। সেই সঙ্গে ভোট নির্বিঘ্ন করতে সজাগ ছিলো আইনশৃংখলা বাহিনী।
মাঘের মধ্যভাগে ঘন কুয়াশা সেই সাথে তীব্র শীত। তারপরেও ভোট শুরুর আগে থেকেই কুড়িগ্রামের চিলমারী ও ভুরুঙ্গামারী উপজেলার ৮ ইউনিয়নের ভোট কেন্দ্রে ছিল লম্বা লাইন।
তীব্র শীত উপেক্ষা করেই গাইবান্ধার সাদুল্লাপুরের ৮টি ইউনিয়নে ভোট দিয়েছেন ভোটাররা। সেখানেও ভোট শুরুর আগে থেকেই লম্বা লাইনে দাড়িয়ে ছিলেন নারী পুরুষ সবাই।
সকাল আটটার আগেই ভোটারের উপস্থিতি বাড়তে থাকে হবিগঞ্জের বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে। যার বেশিরভাগই ছিলেন নারী।
ময়মনসিংহের ফুলপুর ও ভালুকায় ইভিএমে ফিঙ্গারপ্রিন্ট নিতে দেরি করায় ধীরগতি ছিলো ভোটগ্রহণে। এসময় ভোগান্তিতে পড়তে হয় ভোটারদের।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৭ ইউনিয়নে ভোট হয়েছে ইভিএমে। এসময় ভোট দিতে গিয়ে অনেকেই জটিলতায় পড়েন। আবার কারও অভিযোগ ছিলো তাদের ভোট আগেই দেয়া হয়েছে।
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে কেন্দ্র দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিভিন্ন প্রতিকে সীল মারা ৫০টি ব্যালট পেপার উদ্ধার করে নির্বাহী হাকিম। আর একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় নৌকার এজেন্টকে আটক করে র্যাব।
কুমিল্লায় ৩২টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। তবে শ্রীকাইল ইউনিয়নে এক যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর, মুরাদনগরের উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নে সাহেবনগর কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ হয়।