নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বরা ও নারী মেম্বরা প্রার্থীর সিল মারা ৩৫টি ব্যালট পেপার উদ্ধার হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) উপজেলার নবীপুর ইউনিয়নের ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় এসব ব্যালট উদ্ধার করা হয়। পরে সেগুলো বাতিল করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায় জানান, দুইজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে সিল মারা ৩৫টি ব্যালট বক্সে ঢোকানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
এদিকে ভোট শুরু পর থেকে কয়েকটি কেন্দ্রে কয়েকজন প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।
কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। তবে বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘসারি থাকলেও ভোটগ্রহণ করা হচ্ছে ধীর গতিতে। আর তাতে অসস্তিতে পড়েছেন ভোটাররা।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২হাজার ৯৫৮ জন।যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।