নোয়াখালীর চাটখিলে ফাতেমা আক্তার সোনিয়া (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে তার স্বজনরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের লামচরী গ্রামের সোনিয়ার শ্বশুর বাড়ি ভুঁইয়া বাড়িতে। সোনিয়া সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে।
রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চাটখিল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ফাতেমা আক্তারের ভাই মোহাম্মদ শামীম জানান, রোববার বিকেলে বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি বোনের বাড়িতে ছুটে যান এবং দেখতে পান বসত ঘরের আড়ার সাথে ঝুলানো বোনের মৃতদেহ।
তিনি দাবী করেন, এ সময় তার বোনের গলায় ফাঁস দেয়া থাকলেও তার পা ছিল মাটিতে। তিনি এটাকে স্পষ্ট হত্যাকাণ্ড বলে দাবী করছেন।
শামীম আরও জানান, পারিবারিক কলহের কারণেই তার বোনকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে।
২০১২ সালে চাটখিল উপজেলার লামচরী গ্রামের আবদুর রবের ছেলে সৌদি আরব প্রবাসী কামাল হোসেনের সাথে ফাতেমা আক্তার সোনিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৯ ও চার বছরের দুটি শিশুসন্তান রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সৌদি আরব থেকে জরুরীভাবে দেশে আসছেন। তিনি আসলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।