বলিউড ভাইজান খ্যাত সালমান খান, বিশ্বজুড়ে যার অসংখ্য অনুরাগী রয়েছে। ইতোমধ্যে ৮০টির বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।
বিবি হো তো এহসি ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে অবিষেক হয় সালমান খানের। ৫৬ বছর বয়সী সালমানের ব্যক্তিত্ব মুগ্ধ করে অন্য তারকাসহ সকলদের। এবার তার প্রতি মুগ্ধতা প্রকাশ করল সৌদি আরবের লোকেরা।
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস’র মঞ্চে ‘পার্সোনালিটি অফ দ্য ইয়ার’রে পুরস্কৃত করা হয়েছে সালমান খানকে।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং ভাইজান। ছবিটিতে দেখা যাচ্ছে ভাইজানের হাতে একটি ট্রফি।
ছবিটি শেয়ার করে লিখেন ‘ভাই আবু নাসের, তার সঙ্গে আলাপ হয়ে ভালো লেগেছে।’ পরনে কালো স্যুট ছিল ভাইজানের।
এর আগেও এই ইভেন্ট থেকে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল যেখানে ভাইজানকে দেখা গিয়েছিল জন ট্রাভোল্টারের সঙ্গে পরিচিতি পর্বে।
পরিচয় পর্বে তাকে বলতে দেখা যায়, তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং তার নাম সালমান খান।