শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেও চিকিৎসক সেজে চেম্বার খুলে রোগী দেখার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। র্যাব বলছে চিকিৎসাবিদ্যা না জানা থাকলেও কথিত ওই চিকিৎসক অস্ত্রোপচারও করতেন।
নগরীর বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে মো. জালাল হোসেন (৩৪) নামের এ ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়।
কলসী দিঘীর পাড় এলাকায় বসবাসকারী এ ব্যক্তির বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জে।
মাধ্যমিক পাশ জালাল নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে ওই এলাকায় লোকজনের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করতেন বলে র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার জালাল কলসী দিঘীর পাড়ে আর কে ড্রাগ হাউস নামে একটি দোকানে চেম্বার খুলে চিকিৎসা দিতেন। এমনকি অনেক অস্ত্রোপচারও করতেন তিনি।
জালাল প্রায় সাত বছর ধরে নিজেকে এমবিবিএস ও সার্জিক্যাল ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে এমন প্রতারণা করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ পেয়ে সোমবার রাতে অভিযানের সময় তার ডিগ্রিগুলো ভুয়া বলে র্যাবের কাছে জালাল স্বীকার করেছেন। তার চেম্বারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে বলে র্যাব জানায়।