হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে একশ্রেণির দালাল হজের নিবন্ধন চলছে–এমন প্রলোভন দেখিয়ে প্রাক নিবন্ধনকারী হজ গমনেচ্ছু মুসলিমদের থেকে অর্থ আদায় করছে। প্রকৃতপক্ষে করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু করার সিদ্ধান্ত নেয়নি সরকার।