দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়নি কোনও রোগী। আর গত এক মাসে ১২৬ রোগী হাসপাতালে ভর্তি হলেও চলতি বছর এখন পর্যন্ত (১ ফেব্রুয়ারি) ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা মাত্র একজন। রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি কোনও হাসপাতালেই ডেঙ্গু রোগী ভর্তি নেই। তবে ঢাকার বাইরের একটি হাসপাতালে মাত্র একজন রোগী ভর্তি আছেন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১২৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২৫ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।