ছবি-সংগৃহীত
বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (২ জানুয়ারি) ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া। করদোবায় ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৫টায়। আলবিসেলেস্তেদের ম্যাচের এক ঘণ্টা পর বেলো হরিজন্তে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে চিলিকে হারিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে সবশেষ হারের তিক্ততা পেয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর থেকে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। দেখে কে বলবে? রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে এ দলটাই মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল অনেক কাঠখড় পুড়িয়ে।
এবার আর সে ভয় নেই সমর্থকদের। উড়ছে দল। থামাতে পারবে কি কলম্বিয়া? নিজেদের মাটিতে সে কাজটা বিনা যুদ্ধে হতে দেবে না স্ক্যালোনির দল। করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন কোচ স্ক্যালোনি। লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ অনেক ফুটবলারকে ছাড়াই চিলির বিপক্ষে জয় আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়েছে দলের।
তবে কলম্বিয়ার বিপক্ষে কার্ডের কারণে খেলতে পারবেন না নিকোলাস ওতামেন্দি, তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল ও লিওনার্দো পারেদেস। করোনায় আক্রান্ত অ্যালেক্সিস ম্যাক। নিজেদের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ কয়েক ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন সমর্থকরা। এ ম্যাচে যেন সে ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সমর্থকদের কাছে সহযোগিতা চেয়েছেন কোচ।
আর্জেন্টিনার কোচ লিওনের স্ক্যালোনি বলেন, আর্জেন্টিনা দলের মতো এর সমর্থকদেরও বিশ্বব্যাপী সুনাম রয়েছে। প্রতিপক্ষে যে দলই আসুক না কেন, আমাদের সম্মান দেখাতে হবে। দয়া করে কেউ এমন কিছু করবেন না, যাতে আমাদের সমালোচনার মুখে পড়তে হয়। আমরা ম্যাচটায় জিততে চাই।
বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে মূলপর্বের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া লড়ছে। এখনো নিশ্চিত হয়নি কাতারের টিকিট। তাই জিততে মরিয়া লস ক্যাফেতেরস। মুখোমুখি পরিসংখ্যানে দুই দলের ৪১ বারের দেখায় ২৪ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। ৯টি জয় আছে কলম্বিয়ার। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল।
শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করায় শিষ্যদের ওপর বেজায় চটেছেন কোচ তিতে। ম্যাচে ফুটবলারদের অখেলোয়াড়সুলভ আচরণও ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতারের টিকিট পেলেও দলকে জয়ের ছন্দে দেখতে চান কোচ। শেষ ম্যাচে লাল কার্ড পেয়েছেন এমারসন রয়্যাল। কার্ড সমস্যা আছে এদার মিলোতোরও।
তবে ইনজুরি নিয়ে বেশ খানিকটা নির্ভার আছেন কোচ তিতে। তিতে বলেন, গেল ম্যাচে যা হয়েছে সেটা আবারও হোক, তা চাই না। আমরা ভালো খেলতে চাই। জয়ে ফেরাটাই মূল লক্ষ্য।
নেইমারবিহীন ব্রাজিল অবশ্য পরিসংখ্যানে বেশ এগিয়ে আছে প্যারাগুয়ের চেয়ে। ৮২ ম্যাচের মধ্যে ৫০টিতেই জয় আছে সেলেসাওদের।