একইদিন এক পাত্রের সঙ্গেই দুই মেয়ের বিয়ের আয়োজন করে পাত্রপক্ষের দাবি করা যৌতুকের মালামাল, টাকা-পয়সা সব জোগাড় করে বাড়িতে রেখেছিলেন বাবা। তবে সেগুলো পাত্রপক্ষের হাতে তুলে দেওয়ার আগেই সব লুটে নিয়ে গেছে ডাকাতরা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে।
জিও নিউজের খবরে জানা যায়, পাঞ্জাবের খাদিয়ান খাস এলাকার বাসিন্দা এলাহ দিত্তা। বহু কষ্টে অর্থ জোগাড় করে একসঙ্গে দুই মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তিনি।
এর মধ্যেই গত রোববার (৩০ জানুয়ারি) তার বাড়িতে হানা দেয় ৯ জনের একটি ডাকাতদল। এসময় পরিবারের সবাইকে জিম্মি করে যৌতুকের জন্য রাখা মালামালসহ নগদ ৭০ হাজার রুপি নিয়ে যায় তারা।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বাবার অনুরোধে একটি মামলা হয়েছে। সন্দেহভাজনদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এ ঘটনার পর বিয়ে হয়েছিল কিনা তা জানা যায়নি।