দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ৪৬১ জনে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৫১টি।
বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ২০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার মারা গিয়েছিল ৩১ জন। আর শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জন। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।