বেইজিং প্রথম শহর যেখানে গ্রীষ্মকালীন অলিম্পিকের পর এবার বসতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। আর তাই বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস হতে যাচ্ছে ক্রীড়াবিশ্বে অনন্য এক উদাহরণ। এমনটি জানান আইওসি সভাপতি থমাস বাখ। এদিকে গেমস আয়োজনে চীনের পাশে দাঁড়ানোয় আইওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বেইজিং শীতকালীন অলিম্পিকের পর্দা ওঠা আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। করোনা মহামারি ছাড়াও চীনের মানবাধিকার লঙ্ঘনের কারণে বিভিন্ন এলিট দেশের এই অলিম্পিক বয়কট নানা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করেছিল গেমস ঘিরে। কিন্তু সবকিছুই এখন অতীত। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস।
বেইজিং শীতকালীন অলিম্পিক নিয়ে আয়োজিত আইওসির ১৩৯তম সেশনে আইওসি সভাপতি থমাস বাখ বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক হতে যাচ্ছে ক্রীড়াবিশ্বে নতুন এক ইতিহাস তৈরির রূপরেখা। আমরা একসঙ্গে ক্রীড়াবিশ্বে নতুন এক ইতিহাস রচনা করতে যাচ্ছি। বেইজিং একমাত্র শহর, যারা গ্রীষ্মকালীন ও শীতকালীন দুটি অলিম্পিক আসরই প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে। চীন ইতোমধ্যেই ৩০০ মিলিয়ন মানুষের জন্য একই সঙ্গে বরফের ক্রীড়া ইভেন্টে খেলার সুযোগ করে দিয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার। আমি চীনের অলিম্পিকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। এই করোনার মধ্যেও সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, মহামারির মধ্যেও যেভাবে আইওসি এত বড় একটা আসর আয়োজনে চীনকে সাহায্য করেছে তা সত্যিই অনন্য এক উদাহরণ হয়ে থাকবে । বিশ্ব এখন করোনা মহামারিতে ধুকছে। আমরা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখান থেকে সহজে উৎরানো সম্ভব না আমাদের পক্ষে। তারপরও থেমে থাকলে চলবে না। আমি অবশ্যই আইওসিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের সহায়তায় এমন মহামারীর মধ্যেও চীন শীতকালীন অলিম্পিক আয়োজনের মতো সাহস দেখাতে পেরেছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।