সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চ্যাটবক্স বা ম্যাসেঞ্জারের আলাপচারিতার স্ক্রিনশট না নেওয়ার পরামর্শ দিয়েছেন এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
গত শুক্রবার ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং এর অঙ্গসংগঠন মেটার সিইও মার্ক জাকারবার্গ জানান, ম্যাসেঞ্জারের নতুন আপডেট ভার্সনে আলাপচারিতার কোনো অংশের স্ক্রিনশট নেওয়া হলে ওপর প্রান্তের ব্যক্তির কাছে এর নোটিফিকেশন চলে যাবে।
স্ত্রী প্রিসিলা চ্যানের সাথে আলাপচারিতার একটি স্ক্রিনশটের সাথে জাকারবার্গ এসব তথ্য দেন। একইসঙ্গে জিআইএফ, স্টিকার এবং রিঅ্যাকশনের নতুন বিকল্প যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
নতুন আপডেটে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম ম্যাসেঞ্জারে ম্যাসেজ অদৃশ্য হবার বিকল্পের খবর জানানোর পরপরই নতুন এই ঘোষণা এলো। ইউএসএ টুডে’র তথ্যমতে, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি চালু করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপেও এটি চালু করার সম্ভাবনা রয়েছে।
তবে একই রকমের প্রতিদ্বন্দ্বী মাধ্যমগুলো (যেমন- স্ন্যাপচ্যাটে) আরও আগে থেকেই ম্যাসেজ অদৃশ্য করার এবং স্ক্রিনশট নিলে নোটিফিকেশনের বিকল্প চালু ছিল। প্রতিবেদন বলছে, নিরাপত্তাজনিত উদ্বেগ, অনলাইনে নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়ের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।