ইউরোপে করোনা মহামারি পরিস্থিতি নিয়ে আশার বাণী শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক ড. হান্স ক্লুগ। শিগগিরই মহাদেশটি করোনার ‘অস্ত্রবিরতি’ পর্যায়ে প্রবেশ করতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি বলেন, টিকাকরণ, শীতের অবসান এবং ওমিক্রন ধরনের তুলনামূলক কম তীব্রতার কারণে সামনেই মহামারি পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসবে।
তবে তা সত্বেও টিকা কার্যক্রম চালু রাখতে এবং নতুন নতুন ধরনের আবির্ভাবের প্রতি নজর রাখতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহবান জানান তিনি।
সামনে করোনা ভাইরাসের কোনো নতুন ধরনের আবির্ভাব ঘটলেও তা মোকাবেলায় আগের মতো কঠোর পদক্ষেপের প্রয়োজন হবে না বলে মনে করছেন তিনি।
গত সপ্তাহে ইউরোপে রেকর্ড এক কোটি ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও, হাসপাতালে জরুরী চিকিৎসা নেয়া করোনা রোগীর সংখ্যা খুব একটা বাড়েনি। একে আশার আলো হিসেবেই দেখছেন ড. ক্লুগ।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড দেখার পর ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণের হার কমতে শুরু করেছে। এরইমধ্যে বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে ডেনমার্ক ও ব্রিটেন।