মাটি খননের এক্সকাভেটর বা ভেকু বেআইনিভাবে পুড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মঞ্জুরুল হকের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় জুগীরকান্দি গ্রামের কৃষক একেএম সেলিম। আদালত এ মামলার তদন্তের ভার দিয়েছেন পিবিআইকে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কুমিল্লার সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতে মামলা দায়েন করেন ওই কৃষক। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এডভোকেট মাসুদ সালাউদ্দীন।
এডভোকেট মাসুদ সালাউদ্দীন জানান, অনৈতিকভাবে ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএস মঞ্জুরুল হকের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কৃষক সেলিম। আদালতের বিচারক ফারহানা সুলতানা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।
মামলার বাদি কৃষক একেএম সেলিম জানান, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রাম কাশিনগরের জুগীরকান্দি এলাকায় ক্ষমতার অপব্যবহার করে কুচক্রী মহলের ইন্দনে পরিকল্পিতভাবে এই কাজ করেছেন ইউএনও। আমার ভাড়া করা ৪টি এক্সকাভেটর ভাংচুর করে আগুন লাগিয়ে পুড়ে ফেলে। যার ফলে আমার কোটি টাকা ক্ষতি করেছে। খালের পাড়ের মাটি কাটার জন্য পানি উন্নয়ন বোর্ডের নিকট আবেদন করেছি। ঘটনাস্থল থেকে দূরে এক্সকাভেটরগুলো রাখা ছিলো। সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণের দাবিতে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার উন্নয়নের জন্য পানি উন্নয়ন বোর্ড চৌদ্দগ্রাম জুগীরকান্দি গ্রামের বোয়ালঝুড়িঁ খাল খনন কাজ শুরু করে। খাল খননের সময় প্রচুর মাটি খালের পাড়ে স্তূপ তৈরি হয়। ওই মাটি দিয়ে এলাকার কবরস্থান, গ্রামের মসজিদ, মাদ্রাসা ও স্কুলের নিচু জায়গা ভরাট করার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বরাবরে দরখাস্ত দাখিল করা হয়। উক্ত দরখাস্তের ছায়াকপি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির কাছে জমা দেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড মৌখিকভাবে এলাকাবাসীকে মাটির স্তুপ নিজ খরচে বহন করতে বলেন। আমরা এক্সকাভেটর এনে পানি উন্নয়ন বোর্ডের লিখিত আদেশের অপেক্ষায় ছিলাম।
এ বিষয়ে জানতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকে জানান, মামলা বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। খালের পাড় কেটে একেবারে সাবার করে ফেলেছে এই চক্র। মাটি কাটার সময় এসব এক্সকাভেটর জব্দ করা হয়। এ সময় মাটি বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।