চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতলব পৌরসভার বরদিয়া আড়ংবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উত্তর শ্রীরামদির জেটিসি কলোনির আজিম জামানের মেয়ে নূপুর (২৫), পশ্চিম শ্রীরামদি হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী, জালাল উদ্দিন মোল্লার ছেলে জসীম উদ্দিন মোল্লা (৫০) ও অজ্ঞাত পথচারী (৭০)। এ ঘটনায় নিহত হানিফ ব্যাপারীর স্ত্রী পপি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একটি সিএনজি অটোরিক্সাযোগে মতলবে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বরদিয়া আড়ং বাজার নামক স্থানে অপর দিক থেকে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জসিম উদ্দিন মোল্লা নিহত হন।
গুরুতর আহত অবস্থায় চারজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনাস্থল থেকে সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহত একজনের মরদেহ মতলব দক্ষিণ থানায় ও বাকি তিন জনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আছে।