মোঙলা সুন্দরবনে র্যাবের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ প্রজাতির ২৬ বন্য প্রাণী অবমুক্ত করেছে। অভিযানে সাথে ছিলো কোস্ট গার্ড ও বনবিভাগের কর্মকর্তারাও।
র্যাবের কোম্পানী কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, গত ১৮ জানুয়ারী যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারী খুলনার পাইকগাছার কপিলমুনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী উদ্ধার করে র্যাব-০৬।
উদ্ধারকৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি মেছো বিড়াল, ১টি সজারু, ২টি বানর, ১টি গন্দগোকুল, ১টি অজগর, ২টি গোখরা সাপ, ২টি ধুসর বক, ৬টি ডাহুক পাখি, ১টি পানকৌড়ি ও ৯টি সুন্ধি কচ্ছপ।
মাহফুজুল ইসলাম আরও বলেন, অবৈধভাবে একটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করছিলো। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রেখেছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।