করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ বাড়িয়ে ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করেছে সরকার। এসময় নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে। বলা হয়েছে সামাজিক অনুষ্ঠানে একশ’র বেশি অতিথি সমাগম করা যাবে না কোনভাবেই। যে কোন সমাবেশে যোগ দিতে হলে ২৪ ঘন্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট লাগবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ৭ থেকে ২১ ফেব্রুয়ারি এ দুই সাপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সরকার আরোপিত বিধিনিষেধে বলা হয়েছে, উন্মুক্ত স্থান বা ভবনের ভেতর শতাধিক মানুষের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সমাবেশ করা যাবে না। যারা সমাবেশে যোগ দেবেন, তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সনদ সঙ্গে রাখতে হবে।
দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠার মধ্যে গত ১০ জানুয়ারি চলাচলে চতুর্থবারের মতো বিধিনিষেধ দেয় সরকার।
এ নিয়ে চতুর্থবারের মতো দেশে এই ধরনের বিধিনিষেধ জারি হয়।
গেলোবারের ১১টি বিধিনিষেধ মধ্যে একটি ছিলো সমাবেশে নিষেধাজ্ঞা। সামাজিক-রাজনৈতিক কোনো জমায়েতই করা যাবে না।
এর আগে ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রথম, ২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো লকডাউন দেয়ার সময় দ্বিতীয় দফা, একই বছরের জুলাইয়ে শাটডাউন দেয়ার সময় তৃতীয় দফায় এই ধরনের বিধিনিষেধ দেয়া হয়।
তবে এবারই প্রথম টেস্ট রিপোর্ট সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হল।