ব্রিটেনে এক মেয়ে শিশু ও এক ছেলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রদারামের সাবেক লর্ড নাজির আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সত্তরের দশকে কিশোর বয়সে লর্ড আহমেদ এক মেয়ে শিশুকে দুইবার ও আরেক ছেলে শিশুকে একবার ধর্ষণের চেষ্টা করেন।
নাজির আহমেদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করলেও, ২০১৬ সালে দুই ভুক্তভোগীর মধ্যে এক ফোনকল থেকে এই আক্রমণের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন আদালত।
আদালতের বিচারক বলেন, লর্ড আহমেদের কারণে প্রায় অর্ধশত বছর ধরে ভুক্তভোগীরা মানসিক যন্ত্রনা ভোগ করেছেন। অপরাধের তীব্রতা বিবেচনায় কারাদণ্ডই তার জন্য উপযুক্ত শাস্তি।
এক ভুক্তভোগী আদালতকে বলেন, ‘বহু বছর ধরে ওই ঘটনার বোঝা আমাকে বয়ে বেড়াতে হয়েছে। আমি চাই সে এখন তার নিজের অপরাধের বোঝা বয়ে বেড়াক।’
তবে এটিই লর্ড আহমেদের প্রথম কুকীর্তির প্রমাণ নয়। এর আগে তার কাছে সাহায্য চাইতে এসে আক্রমণের শিকার হয়েছিলেন এক অসহায় নারী।
সেই ঘটনা প্রমাণ হওয়ার পর ২০২০ সালে হাউজ অফ লর্ডস থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
এসব ঘটনার প্রেক্ষিতে নাজির আহমেদের লর্ড উপাধি কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন অনেকেই। তবে এ নিয়ে ব্রিটেনে এখন পর্যন্ত কোনো আইন না থাকায় এখন পর্যন্ত তা করা সম্ভব হয়নি।