বরগুনার বামনা উপজেলায় ৪৮ হাজার পিস ইয়াবাসহ নজরুল ইসলাম (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নজরুল ইসলাম পূর্ব সফিপুর এলাকার আবুল হাশেম সিকদারের ছেলে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াবার চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বরগুনার বামনা উপজেলা সদরের পূর্ব সফিপুর গ্রামের নজরুল ইসলাম সিকদারের বাড়ির রান্নাঘর থেকে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ সময় ইয়াবা বিক্রেতা নজরুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছে থাকা একটি মুঠোফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আকতারুজ্জামান জানান, আটক হওয়া নজরুল কক্সবাজার মাছের ট্রলারে থাকেন। দেড় মাস ধরে তিনি বাড়িতে রয়েছেন। এই বিপুল পরিমাণ ইয়াবা তিনি হয়তো মায়ানমার কিংবা টেকনাফ থেকে নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
আটক নজরুলকে বামনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, শুনেছি, বামনা সদর উপজেলার পূর্বসফিপুর গ্রাম থেকে র্যাব বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করেছে। তবে এখন পর্যন্ত র্যাব বামনা থানায় সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।