আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে রাত ৯টার দিকে নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদের সামনে সদর রোডে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পরিবারের সদস্য, স্বজন, আইনজীবী, শুভাকাঙ্ক্ষীসহ বিশিষ্টব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানাজায় মরহুম বিচারপতির রূহের মাগফেরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান তার ছোট ভাই সাংবাদিক তৌফিক মারুফ।
এরপর শ্রদ্ধা জানানোর জন্য অশ্বিনী কুমার হল চত্বরে মরদেহ নেওয়া হয়। সেখানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
বিচারপতি নাজমুল আহাসান সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবস্থা জটিল হওয়ায় চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
এর আগে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান। পরদিন ৯ জানুয়ারি শপথ নেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি শপথ নিতে পারেননি।
নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।
বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।