পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিসের ধারনা, আগামীকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর আকাশ পরিষ্কার হয়ে গেলেই মৃদু শৈত্য প্রবাহ শুরু হবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং এর আশেপাশের উত্তর বঙ্গোপসাগর এলাকায় পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া, হামলা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের সূত্র জানিয়েছে, মেঘ কেটে গেলেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তারপর আরও কমে মৃদু শৈত্য প্রবাহ শুরু হবে। তবে তেমন ঠাণ্ডা অনুভূত হবে না। সকালের দিকে একটু ঠাণ্ডা লাগবে।
আবহাওয়া পর্যবেক্ষণে জানা গেছে, জানুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে চার দশমিক দুই শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।