খাগড়াছড়ির গুগুড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ বিশুদ্ধ মহাথের ভান্তে (৫২) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রূপায়ন চাকমা (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) জেলা সদরের কমলছড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রুপায়ন চাকমা কমলছড়ি গ্রামের ইন্দ্র কুমার চাকমার মেয়ের জামাই ও দীঘিনালা জোড়া ব্রিজ এলাকার ধনঞ্জয় চাকমার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশিদ জানান, নিহত বিশুদ্ধা মহাথের ভান্তের ব্যবহৃত সিম ব্যবহার করছিল আটক রূপায়ন চাকমা। তাই তাকে ভান্তের হত্যাকারী সন্দেহে শুক্রবার জেলা সদরের কমলছড়ি গ্রাম থেকে আটক হয়।
উল্লেখ্য, গত সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাথের ভান্তেকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।