ইংলিশ যুবাদের ৪ উইকেটে হারিয়ে পঞ্চম বারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারতীয় যুবারা। গতবার বাংলাদেশের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিলো তারা। সেবার ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছিলো বাংলাদেশের যুবারা। শনিবার (৫ ফেব্রুয়ারি) অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়ার যুবারা। টুর্নামেন্টের সর্বাধিক বারের বিজয়ীই কোহলি, যুবরাজ, কাইফদের, উত্তরসূরি টিম ইন্ডিয়া।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ দলনায়ক টম প্রেস্ট। অধিনায়কের সিদ্ধান্তের ভুল প্রমাণেই যেন উঠেপড়ে লাগে জুনিয়র ব্যাটাররা। ব্যাটিং বিপর্যয়ে ৪৪.৫ ওভারে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় থ্রী লায়ন্স বাহিনী। জেমস রিউ করেন সর্বোচ্চ ৯৫ রান। ভারতের পক্ষে রাজ বাওয়া ৩১ রানের খরচায় নেন ৫ উইকেট।
ইংল্যান্ডের যুবাদের দেওয়া স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইয়াশ ধুলের দল। দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন ইংলিশ পেসার জশুয়া বয়ডেন। তার আউট সুইংগার ডেলিভারিতে আলতো খোঁচা মেরে সোজা উইকেট কিপারের হাতে ধরা দেন ওপেনার অঙ্গক্রিশ রঘুবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়তে থাকেন হারনূর সিং এবং শাইখ রাশিদ। ধীর স্থির ব্যাটিংয়ে দুজনে মিলে ১৭.৩ ওভারে দলের খাতায় যোগ করেন ৪৯ রান।
দলীয় ৪৯ রানের মাথায় হারনূর সিং সাজঘরে ফেরেন ৪৬ বলে ২১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে। ম্যাচে যখন রাশিদ ধুল জাকিয়ে বসছে তখনই জোড়া ধাক্কা দেন পেসার জেমেস সেলেস। দলীয় ৯৫ রানে টিম ইন্ডিয়া হারায় তৃতীয় উইকেট। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে ফেরেন শাইখ রাশিদ। তার উঁচুতে উঠা ক্যাচ লুফে নেন ইংল্যান্ডের আজকের ম্যাচের ত্রাণকর্তা জেমস রিউ। পরের ওভারে ফিরেই সেলেস তুলে নেন টিম ইন্ডিয়া অধিনায়ক ইয়াশ ধুলের উইকেট। ১৭ রান করে ফেরেন তিনি।
এরপর দলের হাল ধরেন বোলিংয়ে ইংলিশদের ধুইয়ে দেওয়া রাজ বাওয়া এবং নিশান্ত সিন্ধু। স্বাচ্ছন্দ্যে দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের বন্দরে। দুজনের জুটিতে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ বাওয়া।
এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত সিন্ধু এবং উইকেটকিপার দীনেশ বানা ৫ বলে ১৩ রানের ক্যামিও খেলেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে নিশান্ত সিন্ধুর ব্যাট থেকে।
ইংল্যান্ডের পক্ষে বয়ডেন, জেমস সালেস এবং থমাস অ্যাস্পিনওয়াল ২ টি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে ইংলিশ যুবারা। ওয়ান ম্যান আর্মি হয়ে লড়ে যান জেমস রিউ। ব্যক্তিগত ৯৫ রানে রবি কুমারের শিকার হয়ে তিনি মাঠ ছাড়েন। তার ১১৬ বলের ইনিংসটি ১২ চারের মারে সাজানো ছিল। ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে অবশ্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান জেমস স্যালস। তিনি ৬৫ বল মোকাবিলা করে ৩৪ রানে অপরাজিত থাকেন। বাকিরা তাকে সঙ্গ দিতে না পারলে ৪৪.৫ ওভারে থামে তাদের ইনিংস।
ভারতের হয়ে বল হাতে আগুনঝরা বোলিং করেন রবি কুমার ও রাজ বাওয়া। রাজ ৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। অন্যদিকে রবি ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। বাকি এক উইকেট নেন তামবি।