মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী এবং নোবেল জয়ী ব্যক্তিত্ব অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ এনেছে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকার। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে এই অভিযোগ আনে তারা। এ নিয়ে এখন পর্যন্ত সুচির বিরুদ্ধে ১১টি মামলা হলো।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রত্যেক মামলায় সুচির ১৫ বছর করে সাজা হতে পারে। ফলে সব অভিযোগ প্রমাণিত হলে তার ১৫০ বছরের বেশি সাজা হতে পারে।
এক বিবৃতিতে মিয়ানমার জান্তা সরকার জানিয়েছে, নিজ মায়ের নামে দাতব্য সংস্থার জন্য অনুদান সংগ্রহে সাড়ে পাঁচ লাখ ডলার ঘুস নেন সুচি।
ইতোমধ্যে এ নিয়ে মামলা করেছে দেশটির পুলিশ। তবে আদালতে কবে এই বিষয়ে শুনানি হবে তা জানানো হয়নি।
গত বছরের ১ ফেব্রুয়ারি এক ক্যু’তে গণতন্ত্রপন্থী সুচিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের শাসনক্ষমতা গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গৃহবন্দি রয়েছেন তিনি। এরই মধ্যে করোনা প্রটোকল এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে তাকে ৬ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে
এছাড়া সরকারি গোপনীয়তা লঙ্ঘনসহ আরও কিছু দুর্নীতির অভিযোগে বিচারাধীন রয়েছেন ৭৬ বছর বয়সী নেত্রী।