আওয়ামী লীগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ৪১ নেতাকে বহিষ্কার করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ১৪ জনকে বহিষ্কারের চিঠি কেন্দ্রে পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এর আগে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ ২৭ জনকে দল থেকে বহিষ্কার করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল তথ্য নিশ্চিত করে বলেন, যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে। কারণ, দলের বিভিন্ন পদে থাকার পরও যারা বিদ্রোহী হিসেবে কাজ করছেন, তাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন আহম্মদ, সদস্য একরাম হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজীবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, এ কে এম মুদাব্বিরুল ইসলাম, আশরাফুল ইসলাম চাঁন মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবসুদ সালাম ও হারুন অর রশিদ ভুট্টু।
মগটুলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আসকর আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাসিবুল হাসান খান রাজিব, আওয়ামী লীগ নেতা ডা. বোরহান উদ্দিন ভূঁইয়া, জাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামছুল হক ঝন্টু, আল আমিন, মীর কাসিম, আবদুস ছালাম, বড়হিত ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া, আবু রাইহান ভূঁইয়া ও শফিকুল ইসলাম শফিকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বহিষ্কার হয়েছেন উচাখিলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মণ্ডল, সোহাগী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জুলহাস উদ্দিন সুজন, কাজী আজিজুল হক, আজিজুল হক, আসাদুজ্জামান আসাদ, লিটন আল সাগর, আঠারবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান রবিন, হৃদয় আহম্মেদ সেলিম, আবদুল মোতালেব, আনোয়ার হোসেন সরকার।
মাইজবাগ ইউনিয়নের যুবলীগ নেতা মিজানুর রহমান রতন, আবু বাহারুল আলম মজনু, আবুল কাশেম, তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহবুব আলম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন আজাদ মানিক, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফরিদ খান এবং মোশাররফ হোসেনকেও বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। সেই অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন।