নির্বাচন কমিশন গঠনে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এই কমিটির সুপারিশে চূড়ান্ত হবে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার। ৯ দিনের মধ্যে যোগ্য ব্যক্তিদের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে অনুসন্ধান কমিটি।
কমিটির সদস্য এবং সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে এমন ব্যক্তিদেরই খুঁজে বের করাই হবে তাদের কাজ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করতে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। সদস্য হিসেবে আছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম জামান।
রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে আছেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
এছাড়াও আইন অনুযায়ী সদস্য হয়েছেন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান। এই কমিটিতে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগামী ১৪ই ফেব্রুয়ারী শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাদের মেয়াদ। তাই ৯ দিনের মধ্যে নতুন কমিশনের জন্য যোগ্য ব্যক্তিতের নাম সুপারিশ করবে এই কমিটি।
অনুসন্ধান কমিটির সদস্য ছহুল হোসাইন বর্তমান নির্বাচন কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে কোন মন্তব্য না করে বলেন, রাজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে রাজনৈতিক দল ও অন্য সব প্রতিষ্ঠান চাইলেই সেটা সম্ভব।
যোগ্য ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকলেও তিনি নিরপক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন বলে মনেও করছেন অনুসন্ধান কমিটির এই সদস্য।