টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই চর্চিত থাকেন নেটপাড়ায়।
অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়েই শুধু দুবাই সফরের ছবি। সম্প্রতি সেখানে বেড়াতে গিয়েছেন তিনি। শুধু ঘুরতে নাকি কোনো কাজে গিয়েছেন, সে বিষয়ে জানা যায়নি।
দুবাই সফরে অভিনেত্রীর সঙ্গে তার প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও রয়েছেন। গত বছর মার্চ থেকে প্রেম করছেন দুজনে। একই বহুতল আবাসনে থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দুজনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজেও গিয়েছিলেন অভিনেত্রী।
এসবের মাঝেও রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনো চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।
প্রসঙ্গত, এর আগে শ্রাবন্তী তিনটি বিয়ে করেছেন। প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীবকে। তার ও রাজীবের ছেলে ঝিনুক। কিন্তু সে বিয়ে ভেঙেছেন তিনি। এর পরও দুবার বিয়ে করেছেন তিনি। কিন্তু কোনোটাই সুখের হয়নি।