চট্টগ্রামের জনপ্রতিনিধিরা না চাইলে জেলার সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীও মত দেবেন না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পুরাতন রেলস্টেশনে রেল কর্মচারীদের কল্যান ট্রাস্টের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তবে এর আগেরবার চট্টগ্রামে গিয়ে ভিন্ন কথাই বলেছিলেন তিনি। সেসময় তিনি বলেছিলেন, চট্টগ্রামবাসী না চাইলে হাসপাতাল নির্মাণ হবে না।
এবারের সফরে ভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবস্থান পরিবর্তন হয়েছে কি না প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পিপিপির আওতায় সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।
তিনি বলেন, মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দেখা দেয়। তবে এখন বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপর নির্ভর করছে বলে জানান রেলমন্ত্রী।
এসময়, রেলের সামগ্রিক উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, রেলের আয় বাড়াতে নিজস্ব অব্যবহৃত জায়গা উন্নয়নে কাজ করছে রেলওয়ে।