সুন্দরবনের দুবলার চরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে দুই কোটি টাকার অধিক মূল্যের শুঁটকির ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মাত্র ১০ মিনিটের ঝড়ে শুঁটকির এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ ও শুঁটকিপল্লির জেলেরা।
এই নিয়ে চলতি মৌসুমেই পরপর দুবার ক্ষতির মুখে পড়লেন শুঁটকিপল্লির হাজারো জেলে।
আলোরকোল চর থেকে মুঠোফোনে শুঁটকি ব্যবসায়ী শেখ আবু তাহের বলেন, রাত ১১টার দিকে হঠাৎ একটি ঝড় আসে। মাত্র ১০ মিনিটের স্থায়ী এ ঝড়টি লন্ডভন্ড করে দেয় চরের প্রক্রিয়াজাতের জন্য খোলা আকাশের নিচে রাখা শুঁটকির মাচাগুলো। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে খোলা আকাশের নিচে থাকা বিভিন্ন প্রকার শুঁটকি।
তিনি আরও বলেন, ‘এর আগে গত ডিসেম্বর মাসেও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুই কোটি টাকার শুঁটকির ক্ষতি হয়। বারবার এমন প্রাকৃতিক দুর্যোগের ফলে আমরা ক্ষতির মুখে পড়ছি। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠব, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’
জেলে তরিকুল ইসলাম বলেন, ‘ঝড়ের কবলে পড়ে শুঁটকি আহরণে নিয়োজিত থাকা ১৮টি ট্রলার সাগরে ডুবে যায়। এতে তিন জেলে নিখোঁজ হন। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানি না। তাদের সন্ধানে আমরা চেষ্টা করছি।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, হঠাৎ করে বৃষ্টি ও ঝড় আঘাত হানে সুন্দরবনের বিভিন্ন চরে। বৃষ্টির ফলে শুকাতে দেওয়া প্রায় দুই কোটি টাকার শুঁটকি নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, এ ছাড়া ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও অন্য জেলেরা চেষ্টা করছে বলে জানান তিনি।