বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
প্রধান সংবাদ :
আওয়ামী সন্ত্রাসীদের লাঠি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণে বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে BRTC বাসে আগুন! বাবুগঞ্জ উপজেলায় “”আমার বাংলাদেশ পার্টি” মতবিনিময় সভা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা: কেদারপুরে বিএনপির কর্মশালা ও লিফলেট বিতরণ বরিশালে গণঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান বেগম সেলিমা রহমান। জাতীয় সংসদ নির্বাচনে (পি আর) পদ্ধতি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা অনুষ্ঠিত এয়ারপোর্ট থানা মাধবপাশা ইউনিয়ন জনাব তারেক রহমান এর ঘোষিত ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গী কারে । বাবুগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে কচি তালুকদারের নেতৃত্বে সেলিমা রহমান-এর পক্ষে দিনভর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ।

৫ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

একুশে বিডি অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ জন নিউজটি পড়েছেন

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ৫ ফেব্রুয়ারি ২০২২, শনিবার। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি:
১৬৪৯ – প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৬৭৯ – জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
১৭৮২ – ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
১৭৮৩ – ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৭৯২ – টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহিশুরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮১৭ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কম্পানি গঠিত হয়।
১৮১৮ – চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
১৮৩১ – প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
১৮৭২ – ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ – গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯০০ – মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯২৩ – অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণির ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
১৯৩৪ – ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৩৭ – চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
১৯৫৮ – নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
১৯৬৬ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন।
১৯৭৪ – জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
২০১৩ – যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্ম:
১৭৯৯ – ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল জন্মগ্রহণ করেন।
১৮৪০ – টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ জন্মগ্রহণ করেন।
১৮৬৬ – স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ জন্মগ্রহণ করেন।
১৮৯৪ – বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্মগ্রহণ করেন।
১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং জন্মগ্রহণ করেন।
১৯১৫ – নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ রবার্ট হফস্টাটার জন্মগ্রহণ করেন।
১৯৪১ – মার্কিন অভিনেতা ডেভিড সেলব্য জন্মগ্রহণ করেন।
১৯৪৬ – ইংরেজি অভিনেত্রী শার্নত রামপলইনং জন্মগ্রহণ করেন।
১৯৭৬ – ভারতীয় চিত্রনায়ক অভিষেক বচ্চন জন্মগ্রহণ করেন।
১৯৮৪ – আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেইজ জন্মগ্রহণ করেন।
১৯৮৫ – পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জন্মগ্রহণ করেন।
১৯৯২ – ব্রাজিলীয় ফুটবলার নেইমার জন্মগ্রহন করেন।

মৃত্যু:
১৬০৮ – জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট মৃত্যুবরণ করেন।
১৮৫৯ – বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।
১৮৮১ – বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল মৃত্যুবরণ করেন।
১৮৮৮ – ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ মৃত্যুবরণ করেন।
১৯২১ – ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সতীশচন্দ্র মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন প্রতিষ্ঠাতা।
১৯৩২ – রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
১৯৫৫ – ভারতীয় বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন ।
১৯৭৯ – বিখ্যাত ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার মৃত্যুবরণ করেন।
১৯৯৮ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন মৃত্যুবরণ করেন।
১৯৯৯ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ মৃত্যুবরণ করেন।
২০১১ – ইংরেজ লেখক ব্রায়ান জাককুস মৃত্যুবরণ করেন।
২০১৪ – ফিনিশ কবি মিরকা রেকলা মৃত্যুবরণ করেন।
২০২০ – মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক কার্ক ডগলাস মৃত্যুবরণ করেন।
২০২০ – পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী মোহাম্মদ শফিক মৃত্যুবরণ করেন।
২০২০ – মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী স্টানলি কোহেন মৃত্যুবরণ করেন।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Wednesday, 29th October, 2025
    SalatTime
    Fajr4:46 AM
    Sunrise6:02 AM
    Zuhr11:42 AM
    Asr2:57 PM
    Magrib5:21 PM
    Isha6:38 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102