অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। ডায়নামিক স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের এক টুইটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ল্যাঙ্গার। এর আগে গতকাল শুক্রবার রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এই বিশেষজ্ঞ কোচ।
ইতোমধ্যে সিএ’তে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৫১ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্ব। এক বিবৃতিতে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অবিলম্বে তা কার্যকর হবে।
২০১৮ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হন ল্যাঙ্গার। কোচিং ক্যারিয়ারে সফলও হন তিনি। তার অধীনে অসংখ্য ম্যাচ জিতেছে অজিরা। সবশেষ ২০২০-২২ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাজিত করে তারা।
তবে কিছুদিন ধরেই ল্যাঙ্গারের পদত্যাগের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে পদত্যাগই করলেন তিনি।
সিএ জানিয়েছে, তিন সপ্তাহ পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। ল্যাঙ্গারের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।