ভারত অধিকৃত কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর অভিযানে দুই অস্ত্রধারী নিহত হয়েছেন। দেশটির শ্রীনগরে তল্লাশি চলাকালে গোলাগুলিতে তাদের প্রাণহানি ঘটেছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী প্রচারণার অভিযোগে এক সংবাদিককে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। এদিকে জম্মুর স্বাধীনতাকামীদের সমর্থনে সংহতি দিবস পালন করেছে আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ।
স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) শ্রীনগরে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হন। তাদের পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়্যবার সদস্য বলে দাবি করেছে ভারত।
জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে গত বছর ১৮০ জনের বেশি অস্ত্রধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম।
এদিকে দ্য কাশ্মীর নিউজ পোর্টালের সম্পাদক ফাহাদ শাহকে দেশবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা বিভিন্ন পোস্টকে সন্ত্রাসী কার্যকালাপ বলেও আখ্যা দেওয়া হয়।
তবে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের সাধারণ জনগণ জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামীদের সমর্থনে সংহতি দিবস পালন করেছে। সারা বিশ্বে কাশ্মীরিরা পাঁচ ফেব্রুয়ারিকে কাশ্মীর দিবস হিসেবে পালন করে থাকে।