উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ ফেব্রুয়ারি) আলাদা শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে বিশাল এক শূন্যতার সৃষ্টি হলো।’
রোববার সকালে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কোকিলকণ্ঠী এই শিল্পী। করোনা থেকে সেরে ওঠার পর গত ৮ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
সুরের ঈশ্বরী হিসাবে পূজিত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে এরিমধ্যে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শোকের বার্তা দিয়েছেন দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে আমজনতা।
তার মৃত্যুতে ভারতজুড়ে দুইদিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটি।