সপ্তম ধাপে নীলফামারী সদরের ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করে কেন্দ্রে গুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
রোববার দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামা নিয়ে স্ব-স্ব কেন্দ্রে হাজির হন প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। এই এলাকার
দু’টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে আগামীকাল সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ৪২ জন এবং সাধারণ সদস্য পদে ১০২ জন প্রার্থী লড়ছেন। দুটি ইউনিয়নের ৪৬ হাজার ২৯৪ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১২ জন আনছার দায়িত্বে থাকবেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি ইউনিয়নে পুলিশ, র্যাব ও বিজিবির তিনটি করে টিম টহলে রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন দুটিতে একজন ম্যাজিস্ট্রেট ছাড়াও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন ভোটের মাঠে।