ভারতে প্রথমবারের মতো সূচবিহীন এবং ব্যথামুক্ত করোনা ভাইরাসের টিকাদান শুরু হয়েছে। বিহারের পাটনায় চলছে জাইকোভ-ডি নামের এই টিকা দেয়ার কার্যক্রম।
যারা সুইকে ভয় পায় তাদের জন্য পাটনায় তিনটি কেন্দ্রে এ কার্যক্রম চলছে। কোভ্যাক্সের পর দেশটির তৈরি দ্বিতীয় টিকা জাইকোভ-ডি।
পটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স, পলিটেকনিক কলেজ, গুরুনানক ভবনে এই টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। একটি জেট অ্যাপলিকেটর দিয়ে শরীরে প্রবেশ করানো হয় এই টিকাকে।
দেশটির সরকার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এ টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে তার আগে প্রাপ্তবয়স্কদের দেয়া হচ্ছে জাইকোভ-ডি।
জাইকোভ-ডি বিশ্বের প্রথম ডিএনএভিত্তিক এবং সূচবিহীন কোভিড টিকা। এই টিকা প্রাপকের ডিএনএ’তে প্লাজমিড হিসেবে প্রবেশ করানো হয়।
জাইকোভ-ডি প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজের ৫৬ দিন পর তৃতীয় ডোজ। পূর্ণডোজের জন্য একজন ব্যক্তিকে ছয়টি টিকা নিতে হবে।
উভয় হাতের বাহুতে দেয়া হয় এ টিকা। ভারতের ফার্মাসিউটিকেলস জায়ান্ট জাইডাস ক্যাডিলা এটি তৈরি করেছে।
এই টিকা খোলা বাজারেও বিক্রির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ট্যাক্স নিয়ে এক একটি ডোজের দাম পড়বে ৩৫৮ রুপি। ডোজের সঙ্গে টিকা দেয়ার যন্ত্রটিরও দাম ধরা হয়েছে।