ছবি: সংগৃহীত।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে একদমই ভালো পারফরমেন্স দেখাতে পারেনি বাংলাদেশ। গতবারের চ্যাম্পিয়নরা এবার দেশে ফিরেছে অষ্টম হয়ে। কিন্তু দল ব্যর্থ হলেও আপন আলোয় উজ্জল ছিলেন আরিফুল ইসলাম। হাঁকিয়েছেন দুইটি সেঞ্চুরি।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘ব্যাক টু ব্যাক’ শতক হাঁকানো আরিফুলের কথা হয় যমুনা টেলিভিশনের সাথে।
জাতীয় দলে কাকে ফলো করেন, এমন প্রশ্নের উত্তরে আরিফুল বলেন- রিয়াদ ভাইয়ের ব্যাটিং ভালো লাগে। তার ফিনিশিংয়ের অনেক বড় ভক্ত আমি। যদি এমন ব্যাটিং ফর্ম ধরে রাখতে পারি আর জাতীয় দলে সুযোগ পাই তাহলে রিয়াদ ভাইয়ের মতো পারফর্ম করতে চাই।
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি প্রসঙ্গে কথা উঠতেই আরিফুল বলেন, সবাই আমাকে বাহবা দিয়েছে।
তবে সেঞ্চুরি করেছি কিন্তু জিততে পারিনি তাই খারাপ লেগেছে। ঐ পারফরমেন্স করার পরও হার দেখা দুর্ভাগ্যের বিষয়। কি আর করা! ভাগ্য আমাদের সহায়তা করেনি।
আরিফুল আরও যোগ করেন, গত দেড় বছরে অনেক পরিশ্রম করেছি আমরা। বিশ্বকাপের ভালো প্রস্তুতি ছিল আমাদের। সবাই আশা করেছিল ২-৩ জন ব্যাটসম্যান ভালো করবে। কিন্তু ভাগ্য খারাপ।
রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরে বাংলাদেশ যুব দল। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে। এরপর পঞ্চম ও সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ দুটিতেও পরাজিত হয়।
উইন্ডিজের মাটিতে আসরের শুরুটা ভালো ছিল না নাভিদ নেওয়াজের শিষ্যদের। এশিয়া কাপের হারের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে পরাজিত হয় বাংলাদেশ। এরপর আমিরাত ও কানাডাকে হারালেও কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হারে বিশ্বকাপ মিশন থেকে খালি হাতেই ফিরতে হয় বাংলাদেশের যুবাদের।