করোনার নতুন ধরন ওমিক্রনকে মৃদু ভেবে হালকা করে দেখা হলেও সময় আসছে বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখার। অন্তত গত ২৪ ঘণ্টায় করোনায় যে মৃত্যু হয়েছে এটি হয়তো তারই ইঙ্গিত।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৩ শতাংশ। গত বছরের ১৯ সেপ্টেম্বরের পর এটাই একদিন সর্বোচ্চ মানুষের মৃত্যু। সেদিন ৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬২৭।
এদিন অ্যান্টিজেনসহ ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক শূন্য এক।
এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) আট হাজার ৩৪৫ জন শনাক্ত ও ২৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ৬৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ১৬।
মৃতদের মধ্যে এদিন ২৮ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের। এছাড়া আরও রয়েছেন চট্টগ্রামের ছয়জন, রাজশাহীর পাঁচজন, খুলনার পাঁচজন, সিলেটের তিনজন, রংপুরের একজন এবং ময়মনসিংহের দুইজন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।