জয়পুরহাটে সব প্রস্তুতি শেষের পর ভোটগ্রহণের আগের দিন একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদে সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে আওলাই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী এসএম ইব্রাহিম হোসেন জানান, জয়পুরহাট জেলা পরিষদ সদস্য হওয়ার পর ঋণ খেলাপি হওয়ার কারণে আমার সদস্য পদ বাতিল হয়। পরে আবারও বহাল করা হলেও আমি ওই সদস্য পদ আর গ্রহণ করিনি। এ অবস্থায় আওলাই ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এশরামুল হক চৌধুরী তাওহিদ এ নিয়ে আমার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। পরে নানা প্রক্রিয়া শেষে নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন আসে।
এদিকে ওই প্রজ্ঞাপনের অনুলিপি পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহম্মদ ভূঁঞা ও জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া।
প্রজ্ঞাপন অনুযায়ী আওলাই ইউনিয়নের নির্বাচন স্থগিত হলেও আজ (সোমবার) যথারীতি একই উপজেলার কুসুম্বা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।