জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে মেম্বার প্রার্থী ময়নুল হাসানের আপেল মার্কায় সিল মারা অবস্থায় ১০০ পাতার একটি ব্যালট বই আটক করেছে অপর দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের শালাইপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পোলিং বুথ থেকে সিলমারা ব্যালট বই আটকের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে প্রতিদ্বন্দি অপর দুই মেম্বার প্রার্থী ভূপেন চন্দ্র মন্ডল ও আজিজজুল হকের সহস্রাধিক কর্মী-সমর্থক।
মেম্বার প্রার্থী ভূপেন ও আজিজুল অভিযোগে জানান, নির্বাচনে ওই কেন্দ্রের দায়িত্ব পালনকারী কিছু অসাধূ কর্মকর্তা-কর্মচারীর সাথে যোগসাজসে ময়নুল আগে থেকেই ১০০ পাতার একটি ব্যালট বইয়ে সিল মেরে রেখে দিয়েছিলেন।
ভোট দেওয়ার সময় বিষয়টি তাদের কর্মীদের নজরে আসে। এরপর তারা ওই ব্যালট বই আটক করে সাংবাদিক ও প্রশাসনের সামনে হাজির করেন।
এ অবস্থায় উত্তেজিত জনতা ওই কেন্দ্রের দিকে ধাওয়া করে এগিয়ে আসতে থাকলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে এ নিয়ে ওই তিন মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।