 
																
								
                                    
									
                                 
							
							 
                    দেশের আমদানি বাণিজ্য কোন নিয়মনীতি ও মানদণ্ডে পরিচালিত হবে, সেই রূপরেখা ঠিক করার লক্ষ্যে ‘আমদানি নীতি আদেশ ২০২১-২৪’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী তিন বছরের জন্য প্রণয়ন হতে যাওয়া এ আদেশটিতে দেশের আমদানি বাণিজ্য কোন মানদণ্ডে চলবে, তার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, নীতি-আদেশটি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। রফতানি বাড়ানোর কৌশল হিসেবে আমদানি নীতি আদেশটি আগের যে কোনো আদেশের তুলনায় আরও সহজ করা হয়েছে।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। এছাড়া বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।