করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয় ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি।
গত একবছর সময়ে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন পেয়েছে ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জন।
এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছেন ছয় কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৫৭ জন।
এ ছাড়াও এখন পর্যন্ত ২০ লাখ ৭৮ হাজার ৫০৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিলেও মৃত্যুর হার কম ছিল।
প্রচুর পরিমাণে টিকা প্রয়োগের কারণে এ সময়ে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে এসেছে। এই এক বছরে যেভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তা বাংলাদেশের ভ্যাকসিন প্রয়োগের সক্ষমতার প্রমাণ দেয়।
বিশেষজ্ঞদের মতে খুব দ্রুত যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে।