দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর একদিনে ৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬৭০ জন।
এদিন অ্যান্টিজেনসহ ৪১ হাজার ৬৯৮ নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৪ জন। দৈনিক শনাক্তের হার ২০ দশমিক ০৩।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগের দিন সোমবার করোনায় ৩৮ জনের মৃত্যু ও ৯ হাজার ৩৬৯ জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন। সুস্থতার গড় ৮৬ দশমিক ৩৬।
এখন পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ৬৭।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ২৬ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে ৪২ ও বাড়িতে একজন মারা গেছেন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন, চট্টগ্রামে ১১, রাজশাহীতে দুই, খুলনায় ১৩, রংপুরে ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।