নেত্রকোনার পৌর শহরে ঝোপের মধ্যে ফেলে দেয়া একটি বাজারের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। একদিনের মুমূর্ষু ছেলে শিশুটিকে বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শিশুটিকে ঘিরে তৈরি হয়েছে নানা কৌতুহল। শিশুটির পরিচয় নিশ্চিতে তদন্তে নেমেছে পুলিশ।
রোববার রাতে সদর উপজেলার পৌরশহরের নাগড়া এলাকায় পরিত্যক্ত একটি ঝোপ থেকে কান্নার শব্দ শুনতে পান সিএনজি অটোরিক্সা চালক রাসেল। এরপর কয়েকজনকে সাথে নিয়ে সেখানে গেলে একটি বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করেন তারা। পরে পুলিশকে খবর দেয়া হয়।
প্রচন্ড শীতে শংকটাপন্ন একদিনের শিশুটিকে উদ্ধার করে নেয়া হয় জেলা সদর হাসপাতালে। দ্রত তার চিকিৎসা শুরু হলে আস্তে আস্তে শিশুটির অবস্থার উন্নতি হয়।
চিকিৎসকরা বলছেন, বর্তমানে শিশুটিকে রাখা হয়েছে নিবীড় পর্যবেক্ষণে। আর শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহন করার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা মো. আলাল উদ্দিন।
সোমবার দুপুর থেকে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করছেন। এদিকে শিশুটির পরিচয় নিশ্চিতে তদন্ত শুরু করেছেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই শঙ্কামুক্ত। ভবিষ্যতে শিশুটিকে উপযুক্ত কোন দম্পতির কাছে দত্তক দেয়ার কথা জানিয়েছে পুলিশ।