ইউক্রেন পরিস্থিতির প্রেক্ষিতে ফ্রান্স রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চায় কিনা, এমন প্রশ্ন রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (৭ জানুয়ারি) মস্কোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সাথে অনুষ্ঠিত বৈঠক শেষে ফরাসি সাংবাদিকদের সামনে এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
তিনি বলেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ইউরোপ বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারে। সেক্ষেত্রে ফ্রান্স রাশিয়ার সাথে যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
আর সেই যুদ্ধে কেউ জয়ী হতে পারবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।
বৈঠক শেষে ম্যাক্রো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামনের কয়েকদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী দিনগুলোতে সবার সাথে আলোচনা সাপেক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হবে।
বৈঠকে ম্যাক্রোর দেয়া প্রস্তাবগুলো সামনে যৌথ পদক্ষেপ নেয়ার ভীত গড়ে দিতে পারে এমন মন্তব্য করে পুতিন বলেন, এখনও যৌথ আলোচনার সঠিক সময় আসেনি।
ইউক্রেন সীমান্তে রাশিয়ান সৈন্য মোতায়েনের পর এটি পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতার সাথে পুতিনের প্রথম বৈঠক।
মঙ্গলবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর পুতিনের সাথে আবার আলোচনার টেবিলে বসার কথা রয়েছে ইম্যানুয়েল ম্যাক্রোর।
এদিকে, রাশিয়া ইউক্রেন আক্রমণের ৭০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।