বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আগাধ শ্রদ্ধা রাখতেন সদ্য প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
আর সেই কারণের সদ্য স্বাধীন বাংলাদেশের একটি সিনেমায় গানও করেছিলেন লতা। ১৯৭২ সালে মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রের নাম ছিলো ‘রক্তাক্ত বাংলা’।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি সেই চলচ্চিত্রের একটি গানে কণ্ঠে দিয়েছিলেন লতা মঙ্গেশকর। সেই গানে ঠোঁট মিলিয়েছিলেন অভিনেত্রী সুলতানা।
সেই ছবিতে তিনি ছিলেন নায়ক চরিত্রে অভিনয় করা বিশ্বজিতের ছোট বোন। সিনেমাটি পরিচালনা করেছিলেন মমতাজ আলী।
আর, ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন ভারতের প্রখ্যাত সঙ্গীতকার সলিল চৌধুরী। জানা যায়, তার অনুরোধ পেয়ে সঙ্গে সঙ্গেই এই ছবিতে গাইতে রাজি হয়েছিলেন লতা।
শুধু তাই নয়, প্রথমবার সুযোগ পেয়েই স্বাধীন বাংলাদেশ ঘুরেও গিয়েছিলেন বিশ্ব সঙ্গীতের এই অমর শিল্পী। তবে তার সেই সফর ছিলো ভীষণ ঘরোয়া।
সেই একই বছর, ১৯৭২ সালে ভারতের একটি সাংস্কৃতিক দল নিয়ে বাংলাদেশে এসেছিলেন সেই সময়ের নামী অভিনেতা সুনীল দত্ত।
সেই দলের সদস্য হয়ে বাংলাদেশে আসেন লতা মঙ্গেশকর। এ সময় ঢাকায় বেশ কয়েকটি অনুষ্ঠান হলেও তা দেখার সুযোগ হয়েছে অল্প কিছু মানুষের।
কারণ অনুষ্ঠানগুলো ছিলো সেই সময়ে বাংলাদেশে অবস্থানরত মিত্র বাহিনীর সদস্যের জন্য। তবে তখনকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা হয়েছিলো লতার।