কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের আগে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুতগামী পিকআপ ভ্যানচাপায় একই পরিবারের চার ভাই নিহত হন।
নিহতরা হলেন চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে নিরুপম শীল, অনুপম শীল, দীপক শীল ও চম্পক শীল।
পরিদর্শক সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে চারজন নিহত হয়। এসময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন।
তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, এক সপ্তাহ আগে মারা যাওয়া বাবার জন্য মন্দিরে পূজা দিতে গিয়েই চার ভাইয়ের মৃত্যু হয়েছে।